best news portal development company in india

অদূর ভবিষ্যতে পাকিস্তানে কি সেনা শাসন শুরু হবে? 

SHARE:

পাক সেনাপ্রধান আসিম মুনিরের ক্ষমতা বৃদ্ধি করতে তৎপর পাকিস্তান সরকার। এর জন্য তারা শীঘ্রই ২৭তম সংবিধান সংশোধনী বিল আনতে চলেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ওই বিলে পাক সেনার পাশাপাশি বিশেষ করে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি করার কথা বলা হয়ছে। বিশেষজ্ঞদের মতে, যদি এই বিল সংসদে পাস হয়, তাহলে ধীরে ধীরে গোটা দেশটি ফের সেনার শাসনে চলে যাবে। পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো সমাজমাধ্যমে প্রথম খবরটি প্রকাশ্যে আনেন। তিনি জানান, ২৭তম সংবিধান সংশোধনী বিলে সমর্থনের জন্য শাহবাজ সরকার তাঁর কাছে আর্জি জানিয়েছেন। 

 

অন্যদিকে, মঙ্গলবার পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসাক দার সংবিধান সংশোধনের প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন। একাধিক পাক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রস্তাবিত পরিবর্তনগুলির মধ্যে সাংবিধানিক আদালত গঠন, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ, বিচারপতিদের বদলি-সহ একাধিক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এগুলি ছাড়াও প্রস্তাবিত ওই বিলে সংবিধানের ২৪৩ অনুচ্ছেদে বদল আনার কথা বলা হয়েছে। আর এই অনুচ্ছেদেই পাকিস্তানের সেনাপ্রধানের নিয়োগ এবং সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধি লেখা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই অনুচ্ছেদে পরিবর্তন করে পাক সেনাবাহিনী এবং সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি করতে চাইছে শাহবাজ সরকার। এখানে বলে রাখা ভালো, পাকিস্তানে সেনার শাসন নতুন নয়।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई