best news portal development company in india

“ধন্যবাদ, নিউ ইয়র্ক সিটি। একসঙ্গে আমরা ইতিহাস তৈরি করেছি। এবার কাজে নেমে পড়ি” – মামদানি 

SHARE:

 

ঐতিহাসিক নির্বাচনী জয়ের পর তাঁর প্রথম পোস্টে জোহরান মামদানি জোর দিয়েছেন নিজের প্রতিশ্রুতি পূরণে, নিউ ইয়র্ককে সকলের জন্য সাশ্রয়ী মূল্যের করে তোলার অঙ্গীকার করেছেন তিনি। কৃতজ্ঞতা প্রকাশ করে সোশ্যাল মিডিয়া এক্স-এ মামদানি লেখেন, “ধন্যবাদ, নিউ ইয়র্ক সিটি। একসঙ্গে আমরা ইতিহাস তৈরি করেছি। এবার কাজে নেমে পড়ি”। ৩৪ বছর বয়সি এই ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় এবং এক শতাব্দীরও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহরটির নেতৃত্বদানকারী সর্বকনিষ্ঠ ব্যক্তি হলেন মামদানি।

 

নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে কুইন্সের প্রতিনিধিত্বকারী মামদানি প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়ার বিরুদ্ধে ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়ে জয়লাভ করেছেন। এছাড়া, এক্স-এ শেয়ার করা একটি ভিডিও বার্তায় মামদানি নির্বাচিত মেয়র হিসেবে তাঁর অগ্রাধিকারগুলো তুলে ধরেন। তিনি “উৎকর্ষতা, সততা এবং নতুন সমাধানের মাধ্যমে পুরনো সমস্যা সমাধানের ইচ্ছে দ্বারা পরিচালিত” একটি সিটি হল গঠনের প্রতিশ্রুতি দেন।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई